| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
1692165616.gif 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ১৮-০৯-২০২৩

খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের ২৫০ কোটি মানুষ


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ সেপ্টেম্বর, ২০২৩।। মাঝপথে থমকে গেছে জাতিসংঘের টেকসই উন্নয়নের যাত্রা; ছিটকে পড়েছে মূল লক্ষ্য থেকে। খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বিশ্বের আড়াই বিলিয়ন মানুষ। অর্থাৎ ২৫০ কোটি মানুষ। মোট জনসংখ্যার যা প্রায় ৩০ শতাংশ। 

গত শুক্রবার জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। এতে টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হুমকিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

টেকসই উন্নয়ন এজেন্ডা-২০৩০ এর দ্বিতীয় প্রধান লক্ষ্য ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা। কিন্তু অনেকটাই মন্থর গতিতে এগোচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়টি। কমার বদলে বেড়েছে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। 

২০১৫ সালে বিশ্বের ১ দশমিক ৭৫ বিলিয়ন জনসংখ্যা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। ২০২২ সালে এসে তা দাঁড়ায় ২ দশমিক ৪ বিলিয়নে। বিশ্বের মোট জনসংখ্যার যা প্রায় ২৯ দশমিক ৬ শতাংশ।

সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে আফ্রিকার দেশগুলো। খাদ্যাভাব নিয়ে তার পেছনেই ধুঁকছে মধ্য ও দক্ষিণ এশিয়া। কারণ হিসেবে করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।

কৃষি সম্পর্কিত লক্ষ্যগুলোর অগ্রগতিও খুবই কম বলে উল্লখ করা হয়েছে প্রতিদেনটিতে। ২০১৫ সালের কৃষি অভিযোজন সূচকের মান ছিল শূন্য দশমিক ৪। ২০২১ সাল নাগাদ তা এসে দাঁড়ায় শূন্য দশমিক ৩৭ এ।

মৎস্যসম্পদ সুরক্ষা, বন সংরক্ষণ এবং ভূমি ক্ষয় প্রতিরোধে অনেকটা উদাসীন হয়ে পড়েছেন বিশ্ব নেতারা।
খাদ্য অপচয় রোধেও উল্লেখযোগ্য কোনও ব্যবস্থা না নেয়ায় ২০১৬ সাল থেকেই তা আটকে আছে মাত্র ১৩ শতাংশে।

পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের চেয়ে বিশ্বের সাড়ে ৭৪ লাখ বেশি মানুষ মধ্যম থেকে গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সময়োপযোগী পদক্ষেপ না নিলে তা বহুগুণ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।





 

আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করবে দুবাই

জনপ্রিয়তায় বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে ট্রাম্প

প্রয়োজনে ইউরোপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব: এরদোয়ান

শিশুদের ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা সৌদির

বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

ঘূর্ণিঝড় ড্যানিয়েল: এখনও মেলেনি পাঁচ সন্তান-স্ত্রীর খোঁজ, কেঁদেই চলেছেন উসামা

বিশ্বে চরম দারিদ্র্যের মধ্যে ৩৩ কোটিরও বেশি শিশু: ইউনিসেফ

মরক্কোয় ভূমিকম্পে পুরো গ্রাম ধসে গেলেও যে কারণে একজন মানুষও মরেনি

মরক্কোতে ভূমিকম্পে নিহত বেড়ে ২৮৬২

৯/১১ হামলায় নিহত ৪০ শতাংশের পরিচয় মেলেনি এখনও

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER