| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
1692165616.gif 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৭-০৯-২০২৩

সব দলের অংশগ্রহণ নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না: ইসি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ সেপ্টেম্বর, ২০২৩।। নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, ‘সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের (নির্বাচন কমিশনের) ওপর নির্ভর করে না। দলের অংশগ্রহণ করা নির্ভর করে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।’

রোববার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি, এখনো আমরা আহ্বান জানাচ্ছি। তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। সেক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে প্রস্তুতি একটা একটা করে সম্পন্ন হচ্ছে।’

ভোটার তালিকা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘আজকে আমি কিশোরগঞ্জ সফরে এসেছি। ভোট কেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলা আমরা পেয়েছি। ভোট কেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপির নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসকে মেম্বার সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি যে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে সেগুলোর মধ্যে কোনো অভিযোগ থাকলে নিষ্পত্তি করার জন্য সময় দেয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার সর্বশেষ ১৪ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে স্থানান্তরিত হয় সেগুলোও আমরা আগামী ২ তারিখের মধ্যে শেষ করব। এরপরে আর ভোটার তালিকা সংশোধন সংযোজন করার কোনো সুযোগ থাকবে না।’

নতুন বছরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আনিছুর বলেন, ‘নভেম্বরের শুরুর দিকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। আমরা আগেও বলে আসছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করব। রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাই না। রাজনৈতিক দলগুলোও রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। সংবিধানের মধ্য থেকে আমরা সব কিছু করছি। নিরপেক্ষ সংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছি। আশা করছি ওই বিষয়গুলা কোনো না কোনোভাবে মীমাংসা হয়ে যাবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। আমাদের দরজায় এখনো খোলা আছে। তারা যদি আমাদের কাছে আসতে চায় আমরা ওয়েলকাম করবো। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা।’

পরে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন অফিসারদের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময়ে অংশ নেন। বিকেল ৩টার দিকে সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

আগামী সোমবার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।

 





 

জাতীয়

ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য : ব্রায়ান শিলার

ভিসা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যা বললেন ডোনাল্ড লু

দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ২১৫৩

সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের মধ্যেও থাকবে গরমের তীব্রতা

বাজারে ২০০ ছাড়িয়েছে ব্রয়লার, ৬০-এর নিচে সবজি নেই

রাজধানীতে গলির মোড়ে হাঁকডাক ‘পানি পার’

প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার বৈঠক, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের আহ্বান

মিরপুরের সেই শিশুটি বেঁচে আছে, হাসপাতালে নিয়েছিলেন ২ হিজড়া

রাতের বৃষ্টির পানি নামেনি বিকেলেও

স্বাস্থ্যসেবার উন্নতির জন্য ৫টি ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER