| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
1692165616.gif 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ১৭-০৯-২০২৩

আ.লীগের অধীনে নির্বাচন মানে শেয়ালের কাছে মুরগি দেওয়া : মির্জা ফখরুল


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ সেপ্টেম্বর, ২০২৩।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই, এক দফা। সেটা হলো- আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দাও, আর হাসিনা আপনি পদত্যাগ করেন। কারণ আপনি সরকারে থাকলে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হবে না। সংসদ বিলুপ্ত করেন, আর নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচন মানে শেয়ালের কাছে মুরগি দেওয়ার সমান। আমরা তা হতে দেব না। আমাদের কথা পরিষ্কার, তা হরো- শেখ হাসিনার পদত্যাগ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোটাধিকার প্রতিষ্ঠায় এক দফা তারুণ্যের রোডমার্চ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত এই রোডমার্চের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করায় তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না, ডাক্তাররা বলছে তাকে বাঁচাতে হলে তার লিবার ট্রান্সপ্লান্ট করা দরকার; সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। বারবার বলা হয়েছে; পরিবার থেকে বলেছে, আমরা বলেছি কিন্তু সরকার শুনতে রাজি নন।

মির্জা ফখরুল আরও বলেন, সাঈদী সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে হাসপাতালে মেরে ফেলেছে না? আজকে দেশনেত্রীর ক্ষেত্রেও উদ্দেশ্য ওইটাই। আমরা পরিষ্কার করে বলতে চাই- অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন; তা না হলে সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। এখন আমরা সবাই জাগ্রত-ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ, দানবীয় মনস্টার যে সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা মানুষের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করি, দেশনেত্রীকে মুক্ত করি।

ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে উদ্বোধনী পথসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হওয়া এই রোডমার্চে বগুড়া, জয়পুরহাট, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল, ট্রাক, কার ও বাসযোগে যাত্রা শুরু করেন। বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে রোডমার্চ সমাপ্ত হবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।

 
 




 

রাজনীতি

ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে এবার বিএনপির প্রতিক্রিয়া

ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে আ.লীগের প্রতিক্রিয়া

কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না : ফখরুল

তফসিল ঘোষণা হলেই আসছে হরতাল

হরতাল-অবরোধের প্রস্তুতি নিন: রোডমার্চের সমাবেশে গয়েশ্বর

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপির ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা

নাটোরে বিএনপির রোডমার্চের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ

বিএনপি অপূর্ণ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আন্দোলনে যাবে না

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER