ভয়েস এশিয়ান, ১৭ আগষ্ট, ২০২৩।। "সিঙ্গাপুরে দেশীয় একটি ফ্যাশন হাউজ সাইবার বুলিংয়ের শিকার এবং এর পেছনের চক্র" এই শিরোনামে ভয়েস এশিয়ানে নিউজ হওয়ার পরে কথিত ঐ আইডির ইউটার্ন। নিউজটি ছাপা হওয়ার পরে সিঙ্গাপুরে এটি ভাইরাল হয় এবং উক্ত আইডির (Umma Kulsum) পেছনের মুখোশধারী মানুষটির টনক নড়ে এবং তিনি তার আইডি থেকে সব রকমের অবাঞ্চনীয় এবং কুরুচিপূর্ণ পোষ্টগুলো সরিয়ে নেন।
ফলে সিঙ্গাপুরে বসবাসরত বাঙ্গালী সোসাইটি বিশেষ করে মেরিন সোসাইটির সকলেই প্রায় হাফ ছেড়ে বাঁচেন। কারন গত কয়েকদিনের উক্ত আইডির পোষ্টগুলো এতই জঘন্য ছিলো যে তা সিঙ্গাপুরের সকল বাংলা ভাষাভাষীদের মাঝে আতঙ্কের সৃষ্টি করে এবং সিঙ্গাপুরে বাঙ্গালীদের অর্জিত সম্মানকে ক্ষুন্ন করে।
এই আইডি থেকে যাকে টার্গেট করে এই অপপ্রচার চালানো হয় পস এন্ড প্রিটির সত্ত্বাধিকারী জিন্নাতুল কবির বলেন প্রবাসের মাটিতে আমাদের দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে প্রবাসী সকলকেই যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এমন কোনো কাজ আমাদের করা মোটেও সমীচীন হবে না যা কিনা আমাদের ব্যক্তি পর্যায়ে তো বটেই সাথে সাথে যা কিনা আমাদের দেশের বুকেও আঘাত হানে। তাই আসুন সকলে মিলে আমরা মুখোশধারী এইসব নরপিচাশদের প্রতিহত করি।
উল্লেখ্য সিঙ্গাপুরে বসবাসরত বাঙ্গালী সোসাইটির নারীদের অনেকের আইডি হ্যাক করে একদম হুবুহু আইডি ক্রিয়েট করে এই চক্রটি নানান অপকর্মের সাথে যুক্ত ছিলো প্রায় অনেকদিন যাবত। ভয়েস এশিয়ানে এই প্রতিবেদন ছাপার পরে তা থেকে মুক্তি পেয়েছেন সিঙ্গাপুরে বসবাসরত বাঙ্গালী সোসাইটির নারীদের একটি বিরাট অংশ। এখন থেকে যেকাউকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ভয়েস এশিয়ান টেকনিক্যাল টিম।