| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
1692165616.gif 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৫-০৬-২০২৩

সরকার ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ৮০ শতাংশ কমাতে চায়


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ জুন, ২০২৩।। জলে-স্থলে, দেশে কিংবা বিদেশে সবখানেই প্লাস্টিক দূষণ এখন আতঙ্কের নাম। এতোটাই ছড়িয়েছে যে মানুষের রক্ত থেকে মায়ের বুকের দুধ সবখানেই মিলছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাবে, বছরে ৮ লাখ ২১ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় দেশে। যার ২ লাখ ২৮ হাজার টন অর্থাৎ ৪০ শতাংশ পুনঃব্যবহার হলেও ৬০ শতাংশ মিশছে পরিবেশে।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে প্লাস্টিকগুলো রিসাইকেলিং করা হয় সেগুলো আরও বেশি দূষিত হয়ে যায়। 

প্লাস্টিক দূষণ রোধে অব্যবস্থাপনার বৈশ্বিক তালিকায় গত কয়েক বছর ধরে শীর্ষ দশেই রয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা জার্নাল স্প্রিংগার নেচার বলছে, ২০২৫ সালে এই অব্যবস্থাপনা হার বেড়ে হবে ৩.২০। যদিও ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে উদ্যোগের কথা জানিয়েছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ২০২৬ সালের মধ্যে, একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে নিয়ে আশার আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলোতে জানিয়ে দেয়া হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করলে আইঙ্গত ব্যবস্থা নেয়া হবে। 

তবে কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর বাস্তবায়ন চান পরিবেশ নিয়ে লড়াই করা ব্যক্তিরা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারকে এ জায়গায় ক্ষমতা দেখাতে হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যকে বাঁচাতে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে। এটি কিন্তু দেশের আদালতেরও নির্দেশ।

তিনি আরও বলেন, বিকল্প নেই জন সচেতনতারও।

 





 

জাতীয়

ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য : ব্রায়ান শিলার

ভিসা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যা বললেন ডোনাল্ড লু

দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ২১৫৩

সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের মধ্যেও থাকবে গরমের তীব্রতা

বাজারে ২০০ ছাড়িয়েছে ব্রয়লার, ৬০-এর নিচে সবজি নেই

রাজধানীতে গলির মোড়ে হাঁকডাক ‘পানি পার’

প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার বৈঠক, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের আহ্বান

মিরপুরের সেই শিশুটি বেঁচে আছে, হাসপাতালে নিয়েছিলেন ২ হিজড়া

রাতের বৃষ্টির পানি নামেনি বিকেলেও

স্বাস্থ্যসেবার উন্নতির জন্য ৫টি ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER