| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
1692165616.gif 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ০৪-০৬-২০২৩

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় জাপান : আমীর খসরু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ জুন, ২০২৩।। বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাপান। এ ব্যাপারে দেশটি তার সদিচ্ছা ব্যক্ত করে যাচ্ছে। রবিবার (৪ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে। জাপান তো কোনো আলাদা দেশ না। তারা তাদের সদিচ্ছা ব্যক্ত করে যাচ্ছে, যেন একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।’ 

সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকের পর সাংবাদিকদের কাছে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাপানের নতুন রাষ্ট্রদূত কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন। উনি আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। 

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব, পার্টনারশিপ অনেক পুরোনো। আমাদের পার্টনারশিপের মধ্যে তারা সবার ওপরে। জাপানের অনেক বিনিয়োগ বাংলাদেশে আছে। তাদের ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন, সরকারের অবকাঠামোর প্রজেক্টগুলোতে জাপান বিনিয়োগ করছে। সুতরাং আমাদের সম্পর্ক অনেক দীর্ঘ। জাপান বাংলাদেশের মানুষের কাছে খুব গ্রহণযোগ্য। সেজন্য আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।’ 

বিএনপি আমলে জাপানের ব্যাপক বিনিয়োগের কথাও তুলে ধরেন সাবেক বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যখন ক্ষমতায় ছিলাম প্রচুর বিনিয়োগ জাপান থেকে এসেছে। প্রচুর অবকাঠামোগত বিনিয়োগ সে সময় হয়েছে। আমাদের সময় মুক্তবাজার অর্থনীতি যেটা শুরু করেছিলাম তারপর থেকে জাপানের সঙ্গে সস্পর্ক বাংলাদেশের অনেক বেশি বেড়ে গেছে।’ 

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, তারা দেখতে চায় সরকার বদল হলেও সম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশের সার্বিক নির্বাচনী ব্যবস্থা, বর্তমান মানবাধিকার যেগুলো নিয়ে আজকে সবার কনসার্ন, স্বাভাবিকভাবে তাদেরও কনসার্ন থাকার কথা। তারা জানতে চাচ্ছে, বাংলাদেশে কী হচ্ছে, আগামী দিনে কী হতে যাচ্ছে! আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? এটা তারা বোঝার চেষ্টা করছে। 

তিনি বলেন, বেসরকারি খাতে অনেক বড় বিনিয়োগ আছে তাদের। সরকারের অবকাঠামোতে আছে। এগুলো স্বাভাবিকভাবে আমাদের আলোচনায় এসেছে। 

আপনরা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে যা হচ্ছে তা-ই আমরা তুলে ধরেছি।’ সেগুলো বলা যাবে কি না- এমন প্রশ্নে অপারগতা প্রকাশ করেন তিনি।

 




 

রাজনীতি

ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে এবার বিএনপির প্রতিক্রিয়া

ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে আ.লীগের প্রতিক্রিয়া

কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না : ফখরুল

তফসিল ঘোষণা হলেই আসছে হরতাল

হরতাল-অবরোধের প্রস্তুতি নিন: রোডমার্চের সমাবেশে গয়েশ্বর

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপির ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা

নাটোরে বিএনপির রোডমার্চের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আ.লীগের অধীনে নির্বাচন মানে শেয়ালের কাছে মুরগি দেওয়া : মির্জা ফখরুল

বিএনপি অপূর্ণ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আন্দোলনে যাবে না

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER