ভয়েস এশিয়ান, ০৪ জুন, ২০২৩।। সৌদি আরবে ক্লাবের ব্যস্ততা শেষ। কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাতে এখন অফুরন্ত অবসর। ছুটিটা কাজে লাগাতে পর্তুগিজ মহাতারকা ছুটে গেছেন সিঙ্গাপুরে।

তবে রোনালদোর সিঙ্গাপুর সফর নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। সবার মনেই প্রশ্ন উঠতে পারে, ঠিক কী কারণে দক্ষিণ-পূর্ব এই দেশটিতে এসেছেন সিআর সেভেন। এবার তাহলে কৌতূহল মেটানো যাক। মানবতার কাজে অংশ নিতে নগররাষ্ট্রটিতে সফর করছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।
মানবসেবায় নিজেকে এর আগে নানাভাবে জড়িয়েছেন মহানুভব রোনালদো। বৈশ্বিক দায়বদ্ধতা থেকে সেই কাজটি আরও একবার করলেন।
দীর্ঘদিনের বন্ধু ও দাতা পিটার লিমের আমন্ত্রণে সিঙ্গাপুরে গেছেন রোনালদো। লিম বেশ কয়েকটি দাতব্য সংস্থা চালান। সেই প্রতিষ্ঠানের কাজের অংশ হিসেবে লিমের পাশে দাঁড়িয়েছেন রোনালদো। ইয়ুথ স্কলারশিপ নিয়ে কাজ করবেন আল নাসরের এ সুপারস্টার। পরিবেশ সুরক্ষার জন্য দেবেন লেকচার।
এখানেই শেষ নয়, এক হাজার তরুণের সামনে প্রেরণাদায়ক লেকচারও বনে যাবেন। সঙ্গে শিশুদের আনন্দ দিতে রোনালদো খেলবেন প্রীতি প্যাডেল বলও। স্থানীয় গণমাধ্যম মাদারশিপ দিয়েছে এ খবর।