| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
1692165616.gif 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ২৭-০৫-২০২৩

তত্ত্বাবধায়ক ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না : ড. মোশাররফ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৭ মে, ২০২৩।। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৭ মে) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে শনিবার বিএনপি যে জনসমাবেশ কর্মসূচি ছিল, তার অংশ হিসেবেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে। 

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত কোনো দল এই সরকারের অধীনে নির্বাচন হতে দিবে না।’

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির প্রতিবাদ সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘এদেশে গণতন্ত্রকে উদ্ধার করতে হলে গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা আশাবাদী, জনগণ প্রস্তুত, অচিরেই গণ-অভ্যুত্থান শুরু হয়ে যাবে।’

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বাধা দেবে তাদের ভিসা দেওয়া হবে না। আর বাধাদানকারীরা হলো আওয়ামী লীগ।’

সারা পৃথিবীতে সবাই জেনেছে শেখ হাসিনার অধীনে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি অভিযোগ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ভালো করে জানে জনগণ দিনের বেলায় ভোট দিতে পারলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে।’

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই আজ বিদেশিরাও তাই মনে করছে, বিদেশিরা দাবি তুলেছে সুষ্ঠু নির্বাচনের।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকের রাজপথে লাখ লাখ যুবক রাস্তায় নেমে এসেছে। এ যুবকদের পদভারে শেখ হাসিনা সরকার বানের জলে ভেসে যাবে। আমার এক পরিচিত সরকারি চাকরি করা লোককে অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছে না, পরে জানতে পারলাম সেই লোক সরকারের অন্যায়ের সাথে জড়িত।’

তিনি বলেন, ‘আজ সারা পৃথিবীর মানুষ আপনাদের ভিসা দিচ্ছে না, পৃথিবীর কোনো সভ্য দেশ আপনাদের মতো চোর বাটপারদের ভিসা দিবে না, গত ১৪ বছরে আপনাদের সকল অপকর্মের বিচার হবে।’

যুক্তরাষ্ট্রের ভিসানীতির ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা (সরকার) মাইনকার চিপায় পড়ে গেছেন, আপনাদের আর বাঁচার সুযোগ নেই। 

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের আকাশে আজ অস্বাভাবিক পরিস্থিতি, ঝড় আসতেছে, এই সরকার উড়ে যাবে। শেখ হাসিনাকে জেল খানায় যেতেই হবেই, কোনো রক্ষা নেই। শেখ হাসিনার সূর্য ডুবে গেছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সমাবেশ কেন্দ্র করে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত একটি রাস্তা বন্ধ রাখা হয়। নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

 




 

রাজনীতি

ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে এবার বিএনপির প্রতিক্রিয়া

ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে আ.লীগের প্রতিক্রিয়া

কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না : ফখরুল

তফসিল ঘোষণা হলেই আসছে হরতাল

হরতাল-অবরোধের প্রস্তুতি নিন: রোডমার্চের সমাবেশে গয়েশ্বর

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপির ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা

নাটোরে বিএনপির রোডমার্চের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আ.লীগের অধীনে নির্বাচন মানে শেয়ালের কাছে মুরগি দেওয়া : মির্জা ফখরুল

বিএনপি অপূর্ণ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আন্দোলনে যাবে না

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER