ভয়েস এশিয়ান, ২৬ মে, ২০২৩।। বিশুদ্ধ অক্সিজেনে ভরপুর। ‘অরণ্য নগরী’। দেশটির নাম সিঙ্গাপুর। ক্ষুদ্র একটি দ্বীপদেশ সিঙ্গাপুর, বলা যায় শূন্য থেকে অসাধারণ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করেছে। সিঙ্গাপুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি কসমোপলিটন শহর। শহরের চারদিক ঝাঁ চকচকে। উঁচু উঁচু বিল্ডিং, নামী দামি শপিং মল, অত্যাধুনিক জীবনযাত্রার এক অসাধারণ উদাহরণ।
১৯৮০ সালে বাংলাদেশীরা প্রথম কাজের খোঁজে প্রবেশ করে সিঙ্গাপুরের শ্রমবাজারে। নব্বইয়ের দশকে দেশটির নির্মাণ খাতে যুক্ত হয় বাংলাদেশী কর্মীদের নাম। বর্তমানে প্রায় ৭০-৮০ হাজারের অধিক বাংলাদেশী শ্রমিক কাজ করছে সিঙ্গাপুরে। আজকের যে মডেল রাষ্ট্র সিঙ্গাপুর তার পেছনে আমাদের দেশের প্রবাসীদের ভূমিকা বেশ অগ্রগণ্য। বাংলাদেশী শ্রমিকদের কস্টে ও ঘামে অর্জিত হয়েছে বর্তমান আধুনিক সিঙ্গাপুরের জৌলস। দেশটির নির্মাণ সেক্টর, জাহাজ নির্মাণ সেক্টর, রাস্তা-ঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন সেক্টরেই রয়েছে আমাদের দেশের শ্রমিকদের বিরাট ভূমিকা। সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে একেবারে সাধারণ শ্রমিকের পদ থেকে সর্বোচ্চ পদেও আসীন রয়েছেন আমদের দেশের প্রবাসীরা।
যে সকল সিঙ্গাপুর প্রবাসী বাঙ্গালী নিজ নিজ অঙ্গনে একেকজন সফলকাম উজ্জ্বল নক্ষত্র। সুনাম অর্জন করেছেন সিঙ্গাপুরে। নিজেদের নিয়ে গেছেন সফলতার চূড়ান্ত শিখরে। সেই সকল সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল নক্ষত্রদের নিয়েই ভয়েস এশিয়ানের "সিঙ্গাপুর এচিভার্স অ্যাওয়ার্ডস"। সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাঙ্গালীদের মধ্য থেকে বিভিন্ন সেক্টরের সফলদের দেয়া হবে এই অ্যাওয়ার্ডস।
অনেক অনেক নমিনেশন ফর্ম জমা পড়েছে আমাদের কাছে। সব বিভাগেই একের অধিক ফর্ম জমা পড়েছে। বর্তমানে চলছে সিঙ্গাপুর এচিভার্স অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিজয়ী নির্বাচন। আমাদের জুরি বোর্ড এবং সম্মানিত প্যানেল চূড়ান্ত বিজয়ী নির্বাচনে কাজ করছেন। অতি সত্ত্বর বিজয়ীদের সাথে যোগাযোগ করে এওয়ার্ডস নাইটের বিস্তারিত জানিয়ে দেয়া হবে। সেই সাথে বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আমাদের অফিসিয়াল ওয়েব সাইটে-
sgachieversawards.com
সিঙ্গাপুর প্রজাতন্ত্রের সরকারপ্রধান ও দেশটির প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর শততম জন্ম বার্ষিকীর এই বছরে বিশেষ এই আয়োজন করতে যাচ্ছে ভয়েস এশিয়ান ডট নিউজ যা কিনা সময়েরও সাক্ষী হয়ে থাকবে যুগ যুগ ধরে।