| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ৬ জুন ২০২৩ |
1684050826.jpg 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৫-০৫-২০২৩

গাজীপুরের ভোট পর্যবেক্ষণে দিনভর সিসি ক্যামেরার কক্ষে নির্বাচন কমিশনাররা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ মে, ২০২৩।। বহু আলোচনা সমালোচনার পর শেষ হলো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। দিনভর সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকায় কমিশনের ভবনে বসে এই পর্যবেক্ষণে ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এ দিন বিকালে সংবাদ সম্মেলনে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশনের ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে রাজধানী লাগোয়া দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশনটিতে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, গোলযোগের খবর চোখে পড়েনি কমিশনের। বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণের শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি। নির্বাচন পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন মনিটরিং শুরু হয়। সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় সব ভোটকক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ চলছে।

গাজীপুর সিটি নির্বাচনে অস্থায়ী ভোটকক্ষ রয়েছে ৪৯১টি। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করছে কমিশন। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুর সিটিতে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী গাজীপুর সিটি নির্বাচনে অংশ নিচ্ছে। সিটির ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ ভোটার ভোট দেবেন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে হিজড়া ভোটার। এ সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটকেন্দ্র ৪৮০ ও মোট ভোট কক্ষ ৩ হাজার ৪৯৭টি।

 

 





 

জাতীয়

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

আজ বিশ্ব পরিবেশ দিবস

সরকার ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ৮০ শতাংশ কমাতে চায়

পরিস্থিতি আরো খারাপ হতে পারে, সতর্ক থাকুন: সংসদে প্রধানমন্ত্রী

নির্দেশনা উপেক্ষা, ৯০ হজ এজেন্সিকে শোকজ করল মন্ত্রণালয়

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

বিশ্বে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তীব্র তাপদাহে পুড়ছে দেশ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1684052307.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER