| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ৬ জুন ২০২৩ |
1684050826.jpg 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৫-০৫-২০২৩

গাজীপুর সিটি নির্বাচন:৫০ কেন্দ্র্রে এগিয়ে জায়েদা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ মে, ২০২৩।। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মোট ৪৮০ কেন্দ্রের মধ্যে ৫০টির বেসরকারি ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঘড়ি প্রতীক নিয়ে ২০ হাজার ৯২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জায়েদা খাতুুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লাহ খান পেয়েছেন ২০ হাজার ৭৭৬ ভোট।

বৃহস্পতিবার ভোট শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সেলের প্রধান ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুর হোসেন খান এ তথ্য জানান।

এর আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এসময় ভোট শান্তিপূর্ণ হয়েছে,কারো কোন অভিযোগ এখনও পায়নি বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বিভিন্ন কেন্দ্রের ফলাফল একত্র করতে রাত আটটা বাজতে পারে বলেও জানান তিনি।

সকাল ৮টা থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ। ৪৮০ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন। তৃতীয়বারের মত এই সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে ৮ জনসহ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৪৬ জন।

এই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন ভোটে।

 
 

 

 





 

জাতীয়

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

আজ বিশ্ব পরিবেশ দিবস

সরকার ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ৮০ শতাংশ কমাতে চায়

পরিস্থিতি আরো খারাপ হতে পারে, সতর্ক থাকুন: সংসদে প্রধানমন্ত্রী

নির্দেশনা উপেক্ষা, ৯০ হজ এজেন্সিকে শোকজ করল মন্ত্রণালয়

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

বিশ্বে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

তীব্র তাপদাহে ৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তীব্র তাপদাহে পুড়ছে দেশ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1684052307.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER