ভয়েস এশিয়ান, ২৪ মে, ২০২৩।। চুয়াডাঙ্গার দামুড়হুদায় বস্তার গায়ের লেবেল ছিড়ে মেয়াদোত্তীর্ণ ময়দা বিক্রি করায় মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় মাহিন এন্টারপ্রাইজের মালিক কবির উদ্দিন পিন্টু সেখানে উপস্থিত ছিলেন।
পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সজল আহম্মেদ বলেন, বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক গাড়ি লেবেন বিহীন মেয়াদোত্তীর্ণ ময়দা জব্দ করে তা প্রকাশ্যে নষ্ট করা হয়।
এসময় লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মালিক মেসার্স মাহিন এন্টারপ্রাইজের মালিক কবির উদ্দিন মিন্টুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ ময়দা জনসম্মুখে নষ্ট করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মশলার প্রতিষ্ঠান তদারকি করা হয় ও সবাইকে সতর্ক করে দেওয়া হয়।