ভয়েস এশিয়ান, ২০ মে, ২০২৩।। রাতে আর্জেন্টিনায় শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। রাত ১২টায় উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গুয়েতামালা। স্বাগতিক দলও প্রথম দিনই মাঠে নামবে। রাত ৩টায়, আর্জেন্টিনার লড়াই উজবেকিস্তানের বিপক্ষে।
২৪টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। বড় নাম আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ড। জাপান, কোরিয়া, ইকুয়েডর, সেনেগালও বাজিমাত করতে পারে।
আসরের সব ম্যাচ হবে আর্জেন্টিনার ৪টি শহরে। লা প্লেতা, মেনদোজা, সান জুয়ান ও সান্তিয়াগো দেল এস্তেরো যুব বিশ্বকাপের আয়োজনে প্রস্তুত।
ফিফার মূল বিশ্বকাপের পর এই আসর বরাবরই আকর্ষণের কেন্দ্রে। ম্যারাডোনা, মেসি, রোনালদিনিয়ো, ফিগো, ইনিয়েস্তার মতো ফুটবলার উঠে এসেছে যুব বিশ্বকাপ থেকে। এবারো চোখ থাকবে বেশ কিছু তরুণ ফুটবলারের দিকে।
ড্রিবলিং স্কিলের কারণে ইকুয়েডরের কেন্দ্রি পায়েজ আলোচনায়। ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স স্কট এরই মধ্যে গার্দিওলার নজর কেড়েছেন। ব্রাজিলের স্ট্রাইকার মার্কোস লিওনার্দো হতে পারে নেক্সট বিগ স্টার। আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার লুকা রোমেরো লাৎসিওর হয়ে আলো কেড়েছেন। যুব বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করতে পারলে, বড় ক্লাবগুলো লুফে নিবে তাদের।
ফিফা যুব বিশ্বকাপের সফলতম দল আর্জেন্টিনা। সর্বোচ্চ ৬ শিরোপা তাদের দখলে। দেশটির ফুটবল প্রেমীরা।এবারের আয়োজনকে সফল করে তুলবে এমনটাই প্রত্যাশা।
এদিকে এবারের যুব বিশ্বকাপের ২৩তম আসর হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরায়েলকে স্বাগত জানাতে অনীহা প্রকাশ করে মুসলিম রাষ্ট্রটি। সুযোগ লুফে নেয় আর্জেন্টিনা। বাছাইপর্ব উতরাতে ব্যর্থ দলটিকে আয়োজক হিসাবে বেছে নেয় ফিফা।