ভয়েস এশিয়ান, ১৮ মে, ২০২৩।। ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজনের মাত্র পাঁচ মাস পেরিয়েছে। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের তোড়জোড় শুরু করে দিয়েছে ফিফা। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতোমধ্যে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও। এবারই প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে ৪৮ দল।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো ১২টি গ্রুপে ভাগ হয়ে ৪টি করে দলে প্রতি গ্রুপ নির্ধারণ করা হবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল ও ১২টি গ্রুপ থেকে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৮ দল রাউন্ড অব থার্টি টু পর্বে চলে যাবে। এরপর রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে।
এবার চ্যাম্পিয়ন দল আগের আসরের চেয়ে ১ ম্যাচ বেশি; অর্থাৎ ৮ ম্যাচে খেলবে। সব মিলিয়ে মোট খেলা ৬৪ ম্যাচ থেকে বেড়ে ১০৪ ম্যাচ হবে। ২০২৬ সালের ১১ জুন বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। মোট ৫৬ দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৯ জুলাই।
এদিকে ২০২৬ বিশ্বকাপের আসরটি তিন দেশের মোট ১৬টি মাঠে অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।
চলুন জেনে নিই মাঠগুলো সম্পর্কে-
(১) এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি (মেক্সিকো), দর্শক ধারণক্ষমতা ৮৭ হাজার ৫২৩।
(২) এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই (মেক্সিকো), দর্শক ধারণক্ষমতা ৫৩ হাজার ৫০০।
(৩) এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা (মেক্সিকো), দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার।
(৪) লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৬৯ হাজার ৯০০।
(৫) লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার ৫০০।
(৬) সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৭০ হাজার।
(৭) অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৭৬ হাজার ৪১৬।
(৮) এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৮০ হাজার।
(৯) মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৭১ হাজার।
(১০) এনআরজি স্টেডিয়াম, হিউস্টন (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৭১ হাজার ৭৯৫।
(১১) জিলেট স্টেডিয়াম, বোস্টন (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৬৫ হাজার ৮৭৮।
(১২) লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৬৯ হাজার ১৭৬।
(১৩) হার্ড রক স্টেডিয়াম, মায়ামি (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৬৪ হাজার ৭৬৭।
(১৪) মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), দর্শক ধারণক্ষমতা ৮২ হাজার ৫০০।
(১৫) বিএমও ফিল্ড, টরন্টো (কানাডা), দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার।
(১৬) বিসি প্লেস, ভ্যানকুভার (কানাডা), দর্শক ধারণক্ষমতা ৫৪ হাজার ৫০০।