ভয়েস এশিয়ান, ২৬ মার্চ, ২০২৩।। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফলমূল এবং মিষ্টান্ন পাঠান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
প্রতিটি রাষ্ট্রীয় দিবস ও উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী নিতে এসেছিলেন মুক্তিযুদ্ধে পা হারানো দিনাজপুরের মুক্তিযোদ্ধা অনিল কুমার রায়। যুদ্ধ করেছিলেন ৭ নম্বর সেক্টরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে ৮০টি মুক্তিযোদ্ধা পরিবার থাকি। প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেকটা দিবসে স্মরণ করেন। উনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল থাকবে।’
মুক্তিযোদ্ধা অনিল কুমার রায় বলেন, ‘আমি চাই এই দেশ আরও এগিয়ে যাক। উন্নতি করুক। মানুষ শান্তিতে থাকুক।’