ভয়েস এশিয়ান, ২৬ মার্চ, ২০২৩।। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে ।
রোববার নয়টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বাধীনতার এতো বছরেও গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। প্রাণ দিতে হচ্ছে। আমাদের ভোটের অধিকার হারিয়ে গেছে।
তিনি বলেন, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। এখানে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি।
মির্জা ফখরুল বলেন, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তখন যে স্বপ্ন ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের।
বিএনপি মহাসচিব বলেন, দেশের কী দুর্ভাগ্য, দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সহধর্মিণীকে শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে। ৩৫ লাখের বেশি আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।
পাকিস্তানিদের শোষণ-বঞ্চনার প্রতিবাদে নিজের একটি দেশ, একটি পতাকা পেতে মুক্তিকামী বাঙালির প্রতিরোধ শুরুর দিন আজ। নানা আয়োজনে গৌরবদীপ্ত এ দিনটি পালন করছে জাতি।
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ।