ভয়েস এশিয়ান, ২৫ মার্চ, ২০২৩।। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। ২৪ ঘণ্টার মাথায় কর্মসূচিতে পরিবর্তন আনল দলটি।
শনিবার (২৫ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কর্মসূচিগুলো হলো
১ এপ্রিল শনিবার সারাদেশের সব মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং ৮ এপ্রিল শনিবার সারাদেশের সব মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের পরিবর্তে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিম্নোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সব ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র (১০ দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি) বিলি মানববন্ধন /অবস্থান কর্মসূচি।
(ক) ১০ এপ্রিল, রাজশাহী ও সিলেট বিভাগ।
(খ) ১১ এপ্রিল, খুলনা ও কুমিল্লা বিভাগ।
(গ) ১২ এপ্রিল, ঢাকা ও বরিশাল বিভাগ।
(ঘ) ১৩ এপ্রিল, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ।
(ঙ) ১৬ এপ্রিল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ।
এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমান ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুনীতি ও ১০ দফার দাবিতে গতকাল শুক্রবার ইস্কাটন লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।