| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ৬ জুন ২০২৩ |
1684050826.jpg 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২২-০৩-২০২৩

রমজানকে বরণ করতে লন্ডনে বর্ণিল সাজ


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ মার্চ, ২০২৩।। ইতিহাসে প্রথমবারের মতো পবিত্রতম মাস রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম প্রান্ত। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা। রমজান উপলক্ষে এর আগে ব্রিটিশ শহরটিতে এ ধরনের সাজসজ্জা দেখা যায়নি। 

লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির সংযোগ ঘটানো কভেন্ট্রি স্ট্রিটে গেলেই চোখে পড়ে উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ‘হ্যাপি রামাদান’ (শুভ রমজান) লেখা। সম্প্রতি এই আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনিও শহরটিতে বসবাসরত ১৩ লাখ মুসলিমের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্য।

মেয়র সাদিক খান উদ্বোধন করলেও এই প্রদর্শনীর মূল উদ্যোক্তার নাম আয়েশা দেশাই। ক্রিসমাস লাইটে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে তিনি একই ধরনের আলোকসজ্জার আয়োজন করতে চেয়েছিলেন। তিনি বলেন, এটি ক্রিসমাস লাইটের মতো করার ইচ্ছা ছিল আমার। বড় বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। আমি সেই আনন্দ ও জাদু লন্ডনে আনতে চেয়েছিলাম।

আয়েশা দেশাই আরও বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশীদের জানাতে চেয়েছিলাম, এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমার কাছে বছরের সবচেয়ে প্রিয় মাস এটি। 

আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পুরো লন্ডনের বিভিন্ন এলাকাজুড়ে। দক্ষিণ কেনসিংটনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে। শুধু তাই নয়, মিউজিয়ামটিতে একটি অস্থায়ী মসজিদ এবং রমজান প্যাভিলিয়নও তৈরি করা হয়েছে। এছাড়া, উন্মুক্ত ইফতার আয়োজন করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। মাঠের পিচের পাশে এই উন্মুক্ত ইফতার আয়োজন করবে তারা। মাসের শেষের দিকে একই কাজ করবে ওয়েম্বলি স্টেডিয়ামও। সূত্র: বিবিসি

 





 

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২৪ দেশের গোয়েন্দা প্রধান

চীন-যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্বে অসহনীয় বিপর্যয় ডেকে আনবে: চীন

বড় পরিবর্তন এনে নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০, আহত ২ শতাধিক

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ২ বছরের মধ্যে সর্বনিম্ন

মসজিদে হারাম ও মসজিদে নববিতে আজ জুমা পড়াবেন যারা

যুক্তরাষ্ট্রে ব্যস্ত রাস্তায় মুহুর্মুহু গুলি, হতাহত ৭

শুভেচ্ছা বার্তায় এরদোয়ানকে কী জানালেন বিশ্ব নেতারা

এরদোয়ানকে বিশ্বনেতাদের অভিনন্দন

তৃতীয় মেয়াদেও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1684052307.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER