ভয়েস এশিয়ান, ১৬ মার্চ, ২০২৩।। সুপ্রিম কোর্টের বুধবারের ঘটনা দেশের ইতিহাসের কলঙ্কজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় সরকার সুপ্রিম কোর্টের নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে নির্বাচন হয় সেটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ। বুধবার নির্বাচনকে ঘিরে যা ঘটেছে, তা দেশের নির্বাচন ব্যবস্থার জন্য কলঙ্কজনক ঘটনা।
এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তারা এভাবে দেশের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।