ভয়েস এশিয়ান, ১৫ মার্চ, ২০২৩।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে সরকার দেশকে ধ্বংস করেছে । বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতির কারণেই দেশের এ দুরবস্থা তৈরি হয়েছে। দুর্নীতি করতেই সব মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিতে সরকার ‘নতুন পদ্ধতি’ আবিষ্কার করেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এখন কল্পনা করতে পারেন- কোনো একটি গণতান্ত্রিক দলের ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা… এটাও তারা করেছে। একদিকে ভালো যে, যারা মামলাগুলো দেয় তাদের কাছে একেবারে টাইপ করা ফর্মের মধ্যে করে এফআইআরের কপি দেওয়া আছে। সব থানায় দিয়ে দেয়, সেই কপিটা নিয়ে গিয়ে সকলের নাম ঢুকিয়ে দেয়।
ফখরুলের অভিযোগ করে আরও বলেন, ২০১৩ সাল থেকে শুরু করেছিল গুম করে দেওয়া…ইলিয়াস আলীকে করেছে, চৌধুরী আলমকে করেছে…। হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে, থানায় নিয়ে গুলি করে হত্যা করেছে, পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছে।
এছাড়া ১০ দফার চূড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহবান জানান তিনি।
এদিকে সমাবেশে বিএনপি নেতারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করেন। তারা বলেন, এর ফলে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করে যুবদল। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আবদুস সালামসহ প্রমূহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।