| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২৭ মার্চ ২০২৩ |
1678090252.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ১৫-০৩-২০২৩

পেঁয়াজ আমদানি বন্ধ, নাগালের বাইরে যেতে পারে দাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ মার্চ, ২০২৩।। রমজানের বাকি মাত্র কয়েক দিন। এরই মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে। ফলে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

আজ বুধবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি শেষ হয়েছে। তাই আসন্ন রমজান মাসের জন্য পেঁয়াজ আমদানির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা।

এদিকে বুধবার হিলির স্থানীয় বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আগে ভারত থেকে আমদানীকৃত পেঁয়াজ প্রতি কেজি পাইকারি ১৯ থেকে ২০ টাকা বিক্রি হলেও এক দিনের ব্যবধানে সেই পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে কেজিপ্রতি বেড়েছে এক থেকে দুই টাকা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সরকার বন্ধ করলে দাম হাতের নাগালের বাইরে চলে যাবে। যে পেঁয়াজ আসছে এগুলো আগের আইপি করা। নতুন করে আমদানির অনুমতিপত্র না দিলে রোজার মধ্যে বাজার অস্থিতিশীল হয়ে যাবে। ফলে কিছু ব্যবসায়ী এর সুযোগ নেবে।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতিপত্রের সর্বশেষ সময়সীমা ১৫ মার্চ নির্ধারণ করে দিয়েছে। নতুন করে অনুমতি দেওয়া না হলে বৃহস্পতিবার থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। সরবরাহ কমে গেলে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হবে।

হিলিস্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে চলতি মাসের ১৩ কর্মদিবসে ১৮০টি ট্রাকে পাঁচ হাজার ২২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

 




 

অর্থ-বাণিজ্য

রমজান এলেই আগুন লাগে বেগুনে!

চিনির দামে মিষ্টির স্বাদ ভুলছে মানুষ, হাত দেয়া যাচ্ছে না সবজিতে

রোজায় ইফতার সামগ্রীর দাম বাড়ল

মুরগির মূল্য বৃদ্ধি, চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরে তলব

আমদানি বন্ধ: রোজা সামনে রেখে বাড়ছে পেঁয়াজের দাম

ভোজ্যতেল মজুদ ৩ লাখ, চিনি ২ লাখ টন

রোজার আগেই বেশি বেশি আসছে রেমিট্যান্স

রমজানে জাল নোট প্রতিরোধে ভিডিও প্রচারের নির্দেশ

স্বর্ণের রেকর্ড দাম, ভরি লাখ ছুঁই ছুঁই

মুরগি ২৬০ টাকা কেজি, মসলার দামও চড়েছে

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1670554646.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER