| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২৭ মার্চ ২০২৩ |
1678090252.png 1647622201.jpg

বিভাগ : খেলা তারিখ : ১৫-০৩-২০২৩

২০২৬ থেকে বিশ্বকাপে ৪৮ দল, ১০৪টি ম্যাচ


  স্পোর্টস ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ মার্চ, ২০২৩।। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল ২০২৬ থেকে ফিফা বিশ্বকাপ ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাকি ছিল কেবল কোন ফরম্যাটে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তা নিয়ে। শুরুতে এক গ্রুপে ৩ দল নিয়ে মোট ৮৪টি ম্যাচের টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করে ফিফা। তবে পরবর্তীতে এক গ্রুপে ৪টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ হয় মোট ৬৪টি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে। সেখানে প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১০৪ এবং রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার সভায় এ দিন নতুন পরিকল্পনার ঘোষণা আসতে পারে।

ফিফা এক সংবাদ বিবৃতিতে জানায়, 'ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে ২০২৬ বিশ্বকাপের ফরম্যাটে প্রস্তাবিত সংশোধনী অনুমোদন করেছে।'

প্রাথমিকভাবে ৪৮ দলকে ১৬টি গ্রুপে ভাগ করার পরিকল্পনা ছিল ফিফার। সেক্ষেত্রে প্রতি গ্রুপে দল থাকবে ৩টি। এখন গ্রুপ হবে ১২টি, বর্তমান ফরম্যাটের মতো প্রতি গ্রুপে দল থাকবে ৪টি। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে শেষ ৩২-এ, সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়াদের মধ্যে সেরা আটটি দলও জায়গা পাবে এই ধাপে।

৩২ দল নিয়ে নকআউট পর্ব শুরু হওয়ার পর যথাক্রমে অনুষ্ঠিত হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে ওঠা দল এর আগে সর্বোচ্চ ৭টি ম্যাচ খেলতে পারতো। তবে নতুন এই ফরম্যাটে একটি দল ফাইনালে উঠলে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলবে।

 




 

খেলা

হাসান-তাসকিনের বোলিং তোপে ১০১ রানে ‍গুটিয়ে গেল আইরিশরা

হাসান-তাসকিনের বোলিংয়ে দিশেহারা আয়ারল্যান্ড

টাইগাররা সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে

মুশফিক ঝড়ের পর পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মুশফিকের

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

আইরিশদের হারিয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

মেসির বাবা হঠাৎ করেই সৌদি আরবে!

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করল টাইগাররা

খেলা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1670554646.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER