ভয়েস এশিয়ান, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩।। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহ ও জাহেদা খাতুনের পুত্র ইসমাইল হোসেন (২২)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।