ভয়েস এশিয়ান, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩।। আগামী এক দশকের মধ্যে ঘরের কাজের প্রায় ৩৯% স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্য ও জাপানের ৬৫ জন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ এই মতামত দেন। তারা বলেছেন, “নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সর্বাধিক অটোমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম।
“পিএলওএস ওয়ান” জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের বরাতে বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও জাপানের ওচানোমিজু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অবৈতনিক গৃহকর্মে রোবটের প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে এমন পর্যবেক্ষণ পেয়েছেন।
গবেষকেরা যুক্তরাজ্যের ২৯ জন ও জাপানের ৩৬ জন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞের কাছে ঘরের কাজে রোবটের ব্যবহার সম্পর্কে মতামত নেন। তারা জানতে পারেন, ঘরের কাজের জন্য ভ্যাকুয়াম ক্লিনার রোবট বিশ্বে সর্বাধিক উৎপাদিত ও বিক্রিত হয়।
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের পিএইচডি গবেষক ড. লুলু শি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় প্রযুক্তি ৬০% সময় বাঁচিয়ে দেবে। এটি দ্রুত ব্যবহারের মাত্রা বাড়তে পারে। তবে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার কাজের ক্ষেত্রে রোবটের ব্যবহার ২৮% হওয়ার সম্ভবনা রয়েছে।”
বিশেষজ্ঞরা বলেছেন, আগামী দশ বছরে রোবট ঘরের কাজ থেকে মানুষকে মুক্তি দেবে; তার পূর্বাভাস ইতোমধ্যে দেখা যাচ্ছে। তবে, এটি নিয়ে বেশ কিছু সংশয়ের জায়গাও রয়েছে। প্রযুক্তির যে উৎকর্ষতা লক্ষ্য করা যাচ্ছে তাতে মানুষকে বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি দ্রুত কার্যকর হতে পারে। এক দশকে সেটি ৩৯% কাজ করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।