ভয়েস এশিয়ান, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩।। দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কখন ঠিক হবে সে ব্যাপারেও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
গ্রামীণফোন মুখপাত্র খায়রুল বাশার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এলাকার তিনটি জায়গায় ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়েছে।
উন্নয়ন কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে গ্রামীণের কর্মীরা কাজ করছে।
খায়রুল বাশার আরও জানান, এ ধরনের অপটিক্যাল ফাইবার কাটার পর ঠিক করতে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগে। গ্রামীণফোন আশা করছে, এ সময়ের মধ্যে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে।
দেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাত কোটি ৯০ লাখের মত।