ভয়েস এশিয়ান, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩।। সম্প্রতি বাজারে এসেছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন নকিয়ার নতুন ফোন। মডেল নকিয়া এক্স৩০ ৫জি। ফিনল্যান্ডের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এই ফোনটিকে বলছে পরিবেশবান্ধব স্মার্টফোন।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এক্স৩০ ৫জি নকিয়ার সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
নকিয়া দাবি করছে, স্মার্টফোনের দুনিয়ায় সবচেয়ে ইকো-ফ্রেন্ডলি ফোন এটি। কেননা, হ্যান্ডসেটটি তৈরি হয়েছে শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে।
দুর্ধর্ষ ফটোগ্রাফির পাশাপাশি লম্বা দৌড়ের ব্যাটারি এবং তিন বছরে অপারেটিং সিস্টেম আপগ্রেডেশনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ফোনটি।
নকিয়া এক্স৩০ ৫জি মডেলে ৬.৪৩ ইঞ্চির ওএমও এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
এই ইকো ফ্রেন্ডলি ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। সঙ্গে থাকছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি বিল্টেইন মেমোরি।
পিওরভিউ ফটোগ্রাফি ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। যা লো লাইটেও তুলবে দুর্ধর্ষ ছবি। ৫০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরার সঙ্গে থাকছে ওআইএস সাপোর্ট। তার সঙ্গে পাবেন ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। নাইট মোড ২.০ এবং ডার্ক ভিসনে লো লাইট ছবিও উঠবে দিনের আলোর মতোই চকচকে। এর সঙ্গে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তো রয়েইছে। ক্যামেরায় থাকছে গোরিলা গ্লাস প্রোটেকশন।
নতুন এই মোবাইল ফোনে থাকছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। লোয়ার মিড রেঞ্জ ডিভাইসের ক্ষেত্রে যেমনটা থেকে থাকে। তবে একটানা দুইদিন ব্যাটারি লাইফের প্রতিশ্রুতির সঙ্গে এসেছে ফোনটি। আপাতত দুইটি কালার ভেরিয়েশনের সঙ্গে এসেছে নকিয়া এক্স৩০ ৫জি মডেল।
ক্লাউডি ব্লু এবং আইস হোয়াইট-এই দুটির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। ফোনটির দাম ৫০ হাজার টাকারও বেশি।