ভয়েস এশিয়ান, ২৪ জানুয়ারী, ২০২৩।। আগামীকাল (বুধবার) দেশের ২২ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ মন্তব্য করেন।
এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক শুরু হয়। ২ টা ৪৫ মিনিট নাগাদ এ বৈঠক চলার পরে বেরিয়ে যাবার সময় সিইসি কোন মন্তব্য করতে রাজি হননি। এসময় তার সঙ্গে ছিলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। পরে একদিন বিশেষ বৈঠক ডেকে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এর আগে ইসি সচিব গত সোমবার জানান,সংবিধান অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্টপতি নির্বাচনের বাধ্য বাধকতা রয়েছে।