ভয়েস এশিয়ান, ১৭ জানুয়ারী, ২০২৩।। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে আনার উদ্যোগ সফল হতে চলেছে। সব ঠিক ঠাক থাকলে এ বছরের জুনে বিশ্বচ্যাম্পিয়ন মেসিরা আসবে বাংলাদেশে। বুধবার এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এসময় কাজী সালাউদ্দিন বলেন, জুন মাসের উইন্ডোতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে আর্জেন্টিনা। এখন সুযোগ-সুবিধা এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে। সেসব নিয়ে সমস্যা না থাকলে জুনের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে আর্জেন্টিনা দল।
মেসিদের প্রতিপক্ষ কারা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষ ঠিক করতে আলোচনা হবে তাদের সাথে। কয়েকটি দেশের নাম দেবে তারপর সেই নামগুলো থেকে একটি দেশ ঠিক করা হবে।
এছাড়া ম্যাচ আয়োজনে ভেন্যু প্রস্তুত করা বড় চ্যালেঞ্জ জানিয়ে সভাপতি বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে ধীরগতিতে। জরুরিভিত্তিতে কাজ শেষ করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেবার মেসিরা নামে নাইজেরিয়ার বিপক্ষে।