| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২৭ মার্চ ২০২৩ |
1678090252.png 1647622201.jpg

বিভাগ : প্রবাস তারিখ : ১৯-১২-২০২২

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত


  মোঃ আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি


ভয়েস এশিয়ান, ১৯ ডিসেম্বর, ২০২২।। থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ। এই শ্লোগানে স্থানীয় সময় সকাল ১১ টায় মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবসের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আবদুল্লাহ আল মামুন পাঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বানীসমূহ পাঠ করেন যথাক্রমে বাংলাদেশ দূতাবাসের  দ্বিতীয় সচিব মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মিস শিরিন ফারজানা ও কনস্যুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের প্রবাসীদের বিভিন্ন উল্লেখ্যযোগ্য সেবা সমূহ যেমন প্রবাসীদের সন্তানদের শিক্ষা বৃত্তি, প্রতিবন্দ্বী সন্তানের বৃত্তি, চিকিৎসা সহায়তা, মৃতদেহ দেশে প্রেরণ, মৃত ব্যক্তির ক্ষতিপূরণ, দক্ষ জনশক্তি গঠনে বিটিসি কর্তৃক প্রশিক্ষন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋন ইত্যাদি বিষয় তুলে ধরেন। এছাড়া মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জল করতে সকলকে বৈধভাবে কাজ করা ও বৈধ ভাবে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য আন্তর্জাতিক অভিবাসী দিবসে  প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এর সিইও জনাব মাসুদুর রহমান, ভিউ কনস্ট্রাকশন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান জনাব দুলাল হোসেন ও রেডক্রিসেন্ট এর সদস্য জনাব কামাল হোসেন। তারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রবাসে হয়রানি রোধ ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ইত্যাদি বিষয়ে গুরত্বারোপ করেন।

প্রধান অতিথি হাইকমিশনার মহান বিজয়ের মাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর শুভক্ষনে প্রবাসে থাকা সকল অভিবাসী ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানান। তিনি আরও বলেন অভিবাসীরা নিজদেশ ছাড়াও প্রবাসে সমান গুরুত্বপূর্ন। তারা নিজ দেশ ছাড়াও অন্যদশের অর্থনিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি প্রবাসীদের বৈধ ভাবে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহনের আহবান জানান। তিনি এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।




 

প্রবাস

সিঙ্গাপুরে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় প্রবাসীদের একুশে সম্মাননা দিল বাংলা প্রেসক্লাব

গ্রিসে বৈধ হতে ৬ হাজার বাংলাদেশির আবেদন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের মেয়রের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার বাংলাদেশির

মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অবৈধ প্রবাসীরা

৯৯ কোটি টাকার লটারি জেতা সেই রায়ফুলের বাড়ি নোয়াখালী

মালয়েশিয়া ১০ লাখ কর্মী নেবে

২০২২ সালে বাংলাদেশ থেকে রেকর্ডসংখ্যক কর্মী নিয়েছে দক্ষিণ কোরিয়া

প্রবাস বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1670554646.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER