| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২৭ মার্চ ২০২৩ |
1678090252.png 1647622201.jpg

বিভাগ : প্রবাস তারিখ : ১৭-১২-২০২২

মালদ্বীপে বিজয় দিবস উদযাপিত


  বিশেষ প্রতিনিধি


ভয়েস এশিয়ান, ১৭ ডিসেম্বর, ২০২২।। বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক দিনব্যাপী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

বিজয় দিবস উপলক্ষে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে মিশনের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, মিজ শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ডা. জেবা উন নাহার ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফারের সিইও মাসুদুর রহমান। তারা দেশের ক্রমবর্ধমান বিভিন্ন উন্নয়ন ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের বিষয়ে গুরত্বারোপ করেন।

পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক প্রামাণ্য চিত্র এবং হাইকমিশনের গত এক বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের উপর স্লাইড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।

মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, রাজনীতিবিদ, ব্যবসায়িক, চিকিৎসক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা, মালদ্বীপ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, প্রবাসী পেশাজীবী ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 





 

প্রবাস

সিঙ্গাপুরে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় প্রবাসীদের একুশে সম্মাননা দিল বাংলা প্রেসক্লাব

গ্রিসে বৈধ হতে ৬ হাজার বাংলাদেশির আবেদন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের মেয়রের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার বাংলাদেশির

মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অবৈধ প্রবাসীরা

৯৯ কোটি টাকার লটারি জেতা সেই রায়ফুলের বাড়ি নোয়াখালী

মালয়েশিয়া ১০ লাখ কর্মী নেবে

২০২২ সালে বাংলাদেশ থেকে রেকর্ডসংখ্যক কর্মী নিয়েছে দক্ষিণ কোরিয়া

প্রবাস বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1670554646.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER