মালদ্বীপের সাংবাদিকদের উদ্বেগ দূর করতে সাক্ষ্য আইন সংশোধনের ঘোষণা দেন রাষ্ট্রপতি সোলিহ
ভয়েস এশিয়ান, ২২ সেপ্টেম্বর, ২০২২।। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ১৪ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্বেগ দূর করার জন্য এভিডেন্স অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত ঘোষণা করেন। যা এই বছরের জুলাইয়ে অনুমোদন করা হয়েছিল। মালদ্বীপ ব্রডকাস্টিং কমিশন আয়োজিত প্রথম বার্ষিক "মালদ্বীপ সম্প্রচার পুরস্কার ২০২২" অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি ফাজনা আহমেদ।
রাষ্ট্রপতি সোলিহ বলেন, সাক্ষ্য আইনের ১৩৬ (বি) ধারায় আনা সংশোধনী নিয়ে সাংবাদিকদের উদ্বেগ রয়েছে। সাংবাদিকরা এ বিষয়ে তাদের উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতির সাথে দেখাও করেছে। সাংবাদিকদের সাথে সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছিলেন যে প্রশাসন এই উদ্বেগগুলির সমাধান করবে যেমন এটি আগে মানহানি এবং বাক স্বাধীনতা আইন বাতিল করে যা সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে।
রাষ্ট্রপতি তার বক্তৃতায় মালদ্বীপে সম্প্রচারের ইতিহাস এবং টেলিভিশন ও রেডিও সম্প্রচার সমাজে যে সুবিধা নিয়ে এসেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মানিক ও প্রয়াত জাহিদা ইব্রাহিমকে আজীবন সম্মাননা প্রদান করেন। এই দুজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সমগ্র মালদ্বীপ জুড়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাষ্ট্রপতি সকল সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা চর্চা এবং নৈতিক মান সমুন্নত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। এই ধরনের সুযোগ সুবিধা প্রদানে মালদ্বীপ সম্প্রচার কমিশন এবং মালদ্বীপ মিডিয়া কাউন্সিলের ভূমিকা তুলে ধরেন এবং যোগ করেন যে প্রশাসন এই ধরনের প্রচেষ্টাকে সমর্থন করবে।
উল্লেখ্য এই অনুষ্ঠানে, মালদ্বীপের ফার্স্ট লেডি জুরি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।