ভয়েস এশিয়ান, ২২ সেপ্টেম্বর, ২০২২।। পি কে হালদারসহ ৬ অভিযুক্তকে ১৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতার আদালত। আজ বৃহস্পতিবার ৪২ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজত শেষে আদালত নেয়া হলে এই আদেশ দেয়া হয় ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টায় আদালতের বিশেষ সিবিআই কোর্টে তোলা হয় অভিযুক্তদের। এরপর অভিযুক্ত এবং অভিযোগকারী সংস্থার আইনজীবীদের মধ্যে প্রশ্ন-উত্তর চলে।
আদালতে এদিন তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সাড়ে চার হাজার পৃষ্ঠার তদন্ত সংশ্লিষ্ট দালিলিক প্রমাণ তুলে দেয়া হয়। অভিযুক্ত ছয়জনকেও দেয়া হয় সংশ্লিষ্ট কাগজপত্র।
অভিযোগের নথি্র সত্যতা যাচাই করে ১৭ নভেম্বর জানানো হবে বলেও জানিয়েছে আদালত। গত ১১ জুলাই তাদের বিরুদ্ধে কলকাতার আদালতে অভিযোগপত্র জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি।
এছাড়া অর্থপাচার প্রতিরোধ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ মামলায় ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়। চার্জশিটে তাদের দুই সংস্থার নামও রয়েছে।
গত ১৪ মে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পি কে হালদার ও তার ৫ সহযোগীকে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ আসামিদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পরে তাদের আদালতে তোলা হলে প্রথমে তিন দিনের ও পরে আরও ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।
হেফাজতে থাকাকালীন ইডি অনেক তথ্যই সংগ্রহ করতে পেরেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সংস্থাটি।