ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২২।। আফগানিস্তানে তিন মাসের মধ্যে বহুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটক ও গেমিং অ্যাপ পাবজি নিষিদ্ধ করতে যাচ্ছে তালেবান সরকার। দেশটির তালেবান সরকারের টেলিযোগাযোগ দপ্তরের ঘোষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ।
গত বছরে তালেবান আফগানিস্তান দখল নেয়। এরপর থেকে দেশটিতে তারা গান, চলচ্চিত্র ও টিভি নাটকের ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে টিকটক ও পাবজি দুটি অ্যাপই আফগানদের কাছে জনপ্রিয়। তাই তালেবান কর্তৃপক্ষ শেষমেশ এই দুইটি অ্যাপও নিষিদ্ধ করতে যাচ্ছে।
আফগান খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা খাতের প্রতিনিধি ও শরিয়া আইন বাস্তবায়নকারী প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে তারা এই দুই অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।
রিপোর্ট বলছে, আফগানিস্তানের তালেবান ‘অনৈতিক বিষয়বস্তু’ প্রদর্শনের অভিযোগে দেশটিতে ২ কোটি ৩০ লাখের বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এরপরেই দেশটিতে টিকটক ও পাবজি নিষিদ্ধের ঘোষণা এলো।
দেশটির মিডিয়া রিপোর্টের খবরে বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে টেলিযোগাযোগ ও ইন্টারনেট–সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনাগুলো অনুসরণ করার আদেশ দিয়েছে।