ভয়েস এশিয়ান, ২২ জুন, ২০২২।। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে রাত ৮টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত কিছুটা শিথিল হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধায় সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে।
যার অর্থ ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে।
এর আগে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টায় দোকানপাট বন্ধের ঘোষণা দেয় সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হয় ২০ জুন থেকে। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চায়।
এরই প্রেক্ষিতে, নতুন সিদ্ধান্ত নেয় শ্রম মন্ত্রণালয়। তবে ১০ জুলাইয়ের পর আবারও মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।