ভয়েস এশিয়ান, ১৪ জুন, ২০২২।। ইউক্রেন যুদ্ধের অভিঘাতে বিশ্বে গমের দাম বেড়ে যাওয়ায় রফতানি বন্ধ রেখেছে ভারত। তবে বাংলাদেশসহ পাঁচটি দেশে আবার রফতানি শুরুর কথা ভাবছে ভারত। সোমবার ভারতের সরকারি একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির অর্থনৈতিক সংবাদপত্র লাইভ মিন্ট দাবি করেছে, ওই দেশগুলোর পক্ষ থেকে রফতানির অনুরোধ পাওয়ার পর ভারতের সরকার এই বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে।
বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় ভারত গত ১৩ মে গম রফতানি নিষিদ্ধ করে। তবে প্রতিবেশী দেশ এবং যেসব দেশ তীব্র সঙ্কটে রয়েছে, সেগুলোর সঙ্গে সরকারি পর্যায়ে (জিটুজি) গম সরবরাহের বিকল্প ব্যবস্থা খোলা রেখেছিল ভারত। একজন ভারতীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে মিন্টের প্রতিবেদনে বলা হয়, ‘রফতানি নিষেধাজ্ঞা আরোপের পর ইন্দোনেশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও ইয়েমেন থেকে অনুরোধ পেয়েছে ভারত। এই দেশগুলোর গমের প্রয়োজনীয়তা এবং ভারতের গম কতটুকু আছে, তার মূল্যায়ন করা হচ্ছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ ভারত থেকে বেশি পরিমাণ গম আমদানি করতে পারে। ভারতের সরকারি সূত্রে দেখা গেছে, ২০২০ সালে রাশিয়া থেকে ১০ কোটি ডলারের গম আমদানি করে। সে সময় ইউক্রেন থেকে বাংলাদেশ গম আমদানি করেছিল ৬১ কোটি ৮০ লাখ ডলারের।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস (ডিজিসিআইএস) অনুযায়ী, ভারত ২০২১-২২ সালে বাংলাদেশে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের গম রফতানি করেছে।