ভয়েস এশিয়ান, ২১ মে, ২০২২।। মামলাজটের অবস্থা এখন যানজটের মতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এখন কম গুরুত্বপূর্ণ মামলাগুলো আদালতের বাইরে নিষ্পত্তি করা না গেলে এই সংকট থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীতে সারা দেশ থেকে আসা পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন আইনমন্ত্রী। এ মামলাজটের জন্য বিচারক সংকট ও সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থিত না হওয়াকে দায়ী করছেন সরকারি আইনজীবীরা।
আদালতে মামলাজটের কারণে বাড়ছে বিচারপ্রত্যাশী মানুষের দুর্ভোগ। আইন মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে দেশের আদালতগুলোতে ঝুলে আছে প্রায় ৩৯ লাখ মামলা। যার বিপরীতে বিচারক মাত্র ১ হাজার ৯০০ জন। এতে প্রত্যেক বিচারকের কাঁধে দুই হাজারের বেশি মামলার ভার দেখা যাচ্ছে।
এ অবস্থায় মামলাজট নিরসনে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভার আয়োজন করে আইন ও বিচার বিভাগ। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রীসহ দেশের সব পিপি ও জিপি। সভায় মামলাজটের মূল কারণগুলো তুলে ধরার পাশাপাশি নিজেদের বেশ কিছু সমস্যা তুলে ধরেন সরকারি আইনজীবীরা।
দীর্ঘ প্রায় চার ঘণ্টা তাদের বক্তব্য শোনেন আইনমন্ত্রী। পিপি ও জিপিদের পরামর্শ আমলে নিয়ে কম গুরুত্বপূর্ণ মামলাগুলো আদালতের বাইরে সমাধানের জন্য বাদী-বিবাদীদের উৎসাহিত করার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে আগামী ২৫ জুন বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে নির্বাচিত করার বিষয়েও দিকনির্দেশনা দেন মন্ত্রী।