ভয়েস এশিয়ান, ২৯ মার্চ, ২০২২।। ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড। বিকেলে হোম অফ ক্রিকেটে অস্কার জয়ী এ আর রহমানের কনসার্ট। প্রধানমন্ত্রীর উপস্হিতি ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। সব প্রস্তুতি শেষ।
মিরপুরের হোম অব ক্রিকেটকে এখন চেনাই দায়। বড় তারকার আগমনে বিশাল কর্মযজ্ঞে সাজ সাজ রব সবুজ গালিচা জুড়ে। চার ছক্কা নয়, অস্কার বিজয়ী এ আর রহমানের সুরের মুর্ছনাই যে এবার শেরে বাংলায় মুগ্ধতা ছড়াবে।
ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড কনসার্টে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাড়তি আকর্ষন যোগাচ্ছে। বিসিবি এই জমকালো আয়োজন দিয়েই আসলে মুজিববর্ষের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।
প্রায় পাঁচ ঘন্টার আয়োজনে এ আর রহমান আর তার দলই পারফর্ম করবে তিনঘন্টা। গান গাইবেন মোট ৩৫টা। যেখানে মুজিব বর্ষের জন্য গাওয়া তার দুটি গান ঘিরেই যত আকর্ষন।
প্রথম ভাগে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট, চলবে সাড়ে ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাড়ে ছয়টার দিকে আসবেন।
এরপর ৭টা থেকে তিন ঘণ্টা ধরে পারফর্ম করবেন এ আর রহমান। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন বিখ্যাত এই শিল্পী। একটি বাংলায় আর একটি হিন্দিতে।
এ আর রহমানকে ঘিরে মুজিব হান্ড্রেড কনসার্টের সব আকর্ষন, তবে তার আগে মঞ্চে আলো ছড়াবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস আর লোক গানের সম্রাজ্ঞী মমতাজের পারফম্যান্স।
নিরাপত্তা, লজিস্টিকস সাপোর্ট সব মিলে প্রায় ১৫ কোটি টাকার খরচ। শুধু এ আর রহমানের দলেরই ২৪০ জনকে ভারত এবং সিঙ্গাপুর থেকে উড়িয়ে আনা হয়েছে।
এত বড় আয়োজন অথচ কনসার্ট ঘিরে টিকিট বুথ দর্শকশূণ্য মাইকে ঘোষণা দিলেও যেনো নেই কোন আগ্রহ। অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পীর গান দেখতে কেনো এতটা অনাগ্রহ।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক মনে করেন, কর্মদিবস, নিরাপত্তা আর আবহাওয়া, সব মিলিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ একটু কম।
সব মিলে ১০ হাজার দর্শক দেখবে এ আর রহমানের কনসার্ট। হবে লাইভ টেলিকাস্ট। ধারণা করা হচ্ছে গ্যালানি ভর্তি না হলেও, শেষ পর্যন্ত দর্শকের কমতি হবে না।