ভয়েস এশিয়ান, ১৫ জানুয়ারি, ২০২১।। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়ালো। আক্রান্ত ৯ কোটি ৩৪ লাখের বেশি। একদিনে ১৫ হাজারের বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে বিশ্ব। নতুন করে শনাক্ত ৭ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২ লাখ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৮ লাখের বেশি। নতুন ৩ হাজারের বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি ৪ লাখের কাছাকাছি। নতুন এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি ৬ মিনিটে একজন করে করোনায় প্রাণ হারাচ্ছে। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট।
যুক্তরাজ্যে ১ হাজার ২শ ৪৮, জার্মানিতে ১ হাজার ৮৮, ব্রাজিলে ১ হাজার ১শ ৫১ জনের প্রাণহানি হয়েছে।
আফ্রিকায় ৩০ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। ৮ মাস পর চীনে প্রথম মৃত্যুর তথ্য মিলেছে। সংক্রমণ রোধে গাওচেং জেলার ২০ গ্রামের ২০ হাজার বাসিন্দাকে কোয়ারিন্টিনে পাঠিয়েছে সরকার। সংক্রমণ রুখতে শনিবার থেকে ফ্রান্সে চালু হচ্ছে ১৫ দিনের রাত্রীকালীন কারফিউ।
ব্রাজিলে নতুন ধরনের ভাইরাস শনাক্তের পর দেশটিসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়াঁ।