বিভাগ : জাতীয় |
তারিখ : ১৩-০১-২০২১ |

মার্চেও নয়, এপ্রিল বা মে'তে হতে পারে বইমেলা

ভয়েস এশিয়ান ডেস্ক |
|

ভয়েস এশিয়ান, ১৩ জানুয়ারি, ২০২১।। শুধু ফেব্রুয়ারি নয়, মার্চ মাসেও অমর একুশে বইমেলা আয়োজনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলা একাডেমী। প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল বা মে মাসে মেলা আয়োজনের চেষ্টা করবেন তারা। তবে মার্চেই মেলা আয়োজনে বদ্ধপরিকর বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে থাকা প্রকাশকরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এবছর ভার্চুয়াল বইমেলা আয়োজনের কথা ভেবেছে বাংলা একাডেমী। তবে সেই প্রস্তাব নাকচ করে প্রতিবারের মতো ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের জোর দাবি জানান প্রকাশকরা। এ নিয়ে দু'পক্ষের টানাপড়েন চললেও বাংলা একাডেমী বলছে, শুধু ফেব্রুয়ারি নয়, মার্চেও বইমেলা আয়োজনের সম্ভাবনা নেই। করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল বা মে মাসে আয়োজন হতে পারে।
এদিকে করোনায় বিপর্যস্ত প্রকাশনা খাত এমন দাবী করে প্রকাশকরা বলছেন, অন্তত মার্চে হলেও মেলা আয়োজন করা দরকার।
শেষ পর্যন্ত বইমেলা আয়োজন করা সম্ভব না হলে প্রকাশনা শিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন প্রকাশকরা।
এর আগে, করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) হচ্ছে না।
সরকারের এ সিদ্ধান্ত জানিয়ে রোববার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি হলে বা ভালোর দিকে গেলে আমরা সিদ্ধান্ত নেব বইমেলা কখন হবে।
অমর একুশে গ্রন্থমেলার অন্যতম আয়োজক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে গত ৫ জানুয়ারি এক সভায় আবেদন জানানো হয়, ফেব্রুয়ারিতে না পারলেও আগামী মার্চ মাসের মধ্যেই যেন বইমেলার আয়োজন করা হয়।
১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমির গেইটে চট বিছিয়ে বই বিক্রি শুরু করেন মুক্তধারা প্রকাশনীর মালিক চিত্তরঞ্জন সাহা। ১৯৭৭ সালে তার সঙ্গে আরো অনেকে যোগ দেন।
১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে এ বইমেলার সঙ্গে সম্পৃক্ত করেন। পরের বছর মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। ১৯৮৩ সালে মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় ‘অমর একুশে গ্রন্থমেলা’ নামে এ মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হলেও তা আর করা যায়নি। পরের বছর ১৯৮৪ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে বইমেলা’র সূচনা হয়।

|
|

|
জাতীয় |


|