ভয়েস এশিয়ান, ১৩ নভেম্বর, ২০২০।। বাসে আগুন দেয়ার নাশকতা প্রমাণ করেছে, বিএনপি তাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে সরে আসেনি। বিএনপির এ ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ত্রাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটা বিএনপির পুরনো ঐতিহ্যা। তারা কখনো জনগণের রায় পায়নি। তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কানাডার আদালতও তাদের সন্ত্রাসী বলে রায় দিয়েছে। এ অবস্থায় বিএনপি ইতিবাচক পথে ফিরে না আসলে আওয়ামী লীগ তাদের দাঁতভাঙা জবাব দিবে বলেও জানান ওবায়দুল কাদের।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করছে। রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি এ অভিযোগ করেন।
প্রসঙ্গত, গতকাল রাজধানীর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এসময় পাশেই হঠাৎ করেই একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনার আধ ঘন্টার মধ্যেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে আরেকটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসে লাগে আগুন। একই সময়ে বাসে আগুনের ঘটনা ঘটে শাহবাগ মোড়, কমলাপুর ও মতিঝিলে। সন্ধ্যায় বাড্ডার প্রগতি সরণিতে আগুনের ঘটনা ঘটে আরো একটি বাসে। তবে, ঘটনায় কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি।