ভয়েস এশিয়ান, ১৯ নভেম্বর, ২০২৩।। রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় রিয়াদুল রশিদ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পর এ এলাকায় পুলিশ সতর্ক অবস্থান আছে।
রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগ অফিসের প্রবেশ পথে ও সোনালী ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত রিয়াদুল জানান, তিনি পল্টন ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য। ঘটনার সময় তিনি আওয়ামী লীগ অফিসের রাস্তা দিয়ে প্রধান সড়কের দিকে গেলে সোনালী ব্যাংক সামনের রাস্তায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার হাতে ও পায়ে স্প্লিন্টের আঘাত লাগে। পরে পরিচিতরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।