| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ |
1697773822.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ১৯-১১-২০২৩

বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেড়েছে চালের দর


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৯ নভেম্বর, ২০২৩।। চলতি সপ্তাহে এশিয়ার অধিকাংশ দেশে চালের দাম বেড়েছে। এই অঞ্চলের শীর্ষ রপ্তানিকারক ভারতের আধা সেদ্ধ চালের রপ্তানি মূল্য বৃদ্ধি পেয়েছে। মূলত চাহিদা বাড়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। অন্যান্য এশীয় দেশেও খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বগামী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, নতুন মৌসুমের চাল আসা শুরু করেছে ভারতীয় মার্কেটে। দিন দিন সেই পরিমাণ বাড়ছে। স্বাভাবিকভাবেই ভোগ্যপণ্যটির দরপতন ঘটার কথা ছিল। কিন্তু ঘটেছে ঠিক উল্টো।

এই সপ্তাহে ভারতের ৫ শতাংশ ভাঙা চালের প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৪৯৩ থেকে ৫০৩ ডলারে। আগের সপ্তাহে যা ছিল ৪৯০ থেকে ৫০০ ডলার। 

ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাদা ভিত্তিক এক রপ্তানিকারক বলেন, ভারতীয় চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। তবু অন্যান্য দেশের চেয়ে ভারতের চালের চালের সরবরাহ মূল্য কম রয়েছে। ফলে এদেশ থেকেই ভোগ্যপণ্যটি কিনছেন ক্রেতারা। কারণ, এর বিকল্প নেই। 

ইতোমধ্যে চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে ভারত। ২০২৪ সালের মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

চলমান সপ্তাহে বাংলাদেশে চালের দাম বেড়েছে ৫ টাকা। প্রতি কেজি স্বর্ণা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫৫ থেকে ৫৬ টাকায়। ২ সপ্তাহে আগে যা ছিল ৫০ টাকা। আর মাঝারি আকারের চাল বিকোচ্ছে কেজিপ্রতি ৫৬ থেকে ৫৮ টাকায়। কয়েকদিন আগেও যা ছিল ৫২ থেকে ৫৪ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে ধানের উৎপাদন ভালো হয়েছে। মজুতও পর্যাপ্ত রয়েছে। তবু চালের দর বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে দেশের সাধারণ মানুষ। খাদ্যপণ্যটির বাড়তি দাম তা আরও কঠিন করে তুলেছে। 

এক ব্যবসায়ী বলেন, চালের বাজার হঠাৎ অস্থির হয়ে উঠেছে। কেজিতে ২ থেকে ৫ টাকা দাম বেড়েছে। 

একই সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দর বৃদ্ধি পেয়েছে। মেট্রিক টনপ্রতি দাম স্থির হয়েছে ৫৭০ থেকে ৫৭৫ ডলারে। গত সপ্তাহে যা ছিল ৫৬২ ডলার।

 





 

অর্থ-বাণিজ্য

দেশের রপ্তানি আয়ে চলছে অব্যাহত মন্দা হাওয়া

দেশে নিত্যপণ্যের দাম এখনও চড়া

মাছ–মাংস–সবজির দামে স্বস্তি, অস্বস্তি আটা–ময়দায়

এক সপ্তাহে রিজার্ভ কমল ১২০ মিলিয়ন ডলার

দেশে সোনার দাম আরও বে‌ড়ে ভরি ১ লাখ ৯৮৭৫ টাকা

দেশে ডলারের দাম আরও কমলো

ঋণখেলাপি প্রার্থীদের চিহ্নিত করতে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

সোনার দাম তিন বছরে বেড়েছে ৫৪ শতাংশ

গার্মেন্টস শ্রমিকের মজুরি সাড়ে ১২ হাজার টাকাই থাকলো

দেশে হরতাল অবরোধে ব্যবসার সর্বনাশ

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1689054383.gif




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER