ভয়েস এশিয়ান, ১৮ নভেম্বর, ২০২৩।। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় নাসের হাসপাতালের পরিচালক বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
এএফপির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শনিবার সকালের এ হামলায় ২৬ জনের মরদেহ উদ্ধার ও আরও ২৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার গাজার কেন্দ্রস্থল দেইর আল-বালাহতে ইসরায়েলি বিমান হামলায় ৬ ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছে।
অন্যদিকে শুক্রবার (১৭ নভেম্বর) গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগীর মৃত্যু হয়েছে। এর আগে বুধবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছিল, হাসপাতালটির আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনেরই মৃত্যু হয়েছে।
গত ৪২ দিনের লাগাতার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে।