ভয়েস এশিয়ান, ২৮ অক্টোবর, ২০২৩।। রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশস্থলে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফোর-জি থেকে ইন্টারনেট সেবা নামিয়ে আনা হয়েছে টু-জিতে, যার মাধ্যমে কার্যত ইন্টারনেট ব্যবহার সম্ভব নয়।
সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। অবশ্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক এলাকায় মুঠোফোনে নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া যাচ্ছে, যেখানে আওয়ামী লীগ আজ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
নয়াপল্টন থেকে মোবাইলে কল করা ও কথা বলাও সম্ভব হচ্ছে না। বিএনপির মহাসমাবেশস্থল থেকে বেরিয়ে আশপাশের এলাকায় গেলে কল করা ও কথা বলা সম্ভব হচ্ছে।
অন্যদিকে, আওয়ামী লীগ আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশস্থলে সহজেই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।