| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ৬ জুন ২০২৩ |
1684050826.jpg 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ১৮-০৩-২০২৩

আ.লীগের নীতি হলো ভোট চুরি, অর্থপাচার ও দুর্নীতি : ফখরুল


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ মার্চ, ২০২৩।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে দেশ ‘ফোকলা’ হয়ে গেছে। ভারতে একটা স্লোগান ছিল—অলি-গলি ম্যায় শোর হ্যায়, অমুক নেতা চোর হ্যায়, নাম বললাম না। আজকে আমাদের স্লোগান হচ্ছে, আওয়ামী লীগের মূলনীতি—ভোট চুরি, টাকা পাচার আর দুর্নীতি।

আজ শনিবার বিকেলে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।

আওয়ামী লীগের দুর্নীতি গোটা বাংলাদেশকে একটা ফোকলা অর্থনীতিতে পরিণত করেছে, গোটা দেশ ফোকলা হয়ে গেছে। এরা ভোট চোর, এদের সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে বর্তমান সরকারের আমলে সেবা খাত, বিদ্যুৎ খাত, অর্থনীতি, মেগাপ্রজেক্ট, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতিসহ শেয়ারবাজারের টাকা লুট এবং অর্থপাচার ও পি কে হালদারের কেলেঙ্কারির পরিসংখ্যান তুলে ধরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমাদের কথা পরিষ্কার-আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনে সব দলের একটি নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে একটি নির্বাচিত পার্লামেন্ট হবে, একটি জনপ্রতিনিধির সরকার হবে। তারাই দেশ চালাবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই সরকার যারা বিনা নির্বাচনে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে অন্যায়ভাবে। তাদের জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে। আজকে তাই সমস্ত দেশ উত্তাল হয়ে উঠেছে। আমরা আগস্ট মাস থেকে আন্দোলন শুরু করেছি। ১৭ জন নিরীহ ভাই প্রাণ দিয়েছে, অসংখ্যা মানুষ আহত হয়েছেন, অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছেন, এখনো কারাগারে আছেন তাদের যে ঋণ সেই ঋণ শোধ করতে, জনগণের দাবি আদায় করতে, স্বাধীন রাষ্ট্র হিসেবে বেঁচে থাকতে হলে এই সরকারকে অবশ্যই সরাতে হবে। সে জন্য আমাদের সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আহমেদ আযম খান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নাসির উদ্দিন অসীম, কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, এ বি এম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, রওনাকুল ইসলাম টিপু, আমিরুজ্জামান খান শিমুল, সাঈদ সোহরাব, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, রাজীব আহসান, মহানগর বিএনপির ইশরাক হোসেন, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, জাসাসের হেলাল খান, ড্যাবের অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের কাদের গণি চৌধুরী ও অধ্যাপক লুতফর রহমান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত নয়া পল্টন সড়কজুড়ে হাজার হাজার নেতাকর্মী প্রখর রোদ উপেক্ষা করে সমাবেশে অংশ নেন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে বিএনপি ছাড়াও বিভিন্ন দল ও জোট আলাদা আলাদা সমাবেশ করেছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায়, ঢাকা ছাড়াও সব মহানগরে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়।

দুর্নীতির মূলে আওয়ামী লীগ

টিআইবিসহ বিভিন্ন গণমাধ্যমে সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজকে যত সমস্যা দেখতে পান, এই বিদ্যুতের দামবৃদ্ধি, চাল-ডাল-তেল-লবণ-রসুনের দামবৃদ্ধি, স্বাস্থ্য, ব্যাংকিং খাত, অবকাঠামো খাত… সব কিছুর মূলে হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। এগুলো আমাদের কথা নয়, এ কথাগুলো পশ্চিমা বিশ্বের বিখ্যাত পত্রিকা দি ইকোনমিস্টের। সেই পত্রিকা বলেছে, কিছুদিন আগেও পশ্চিমা রাজনীতি-অর্থনীতিবিদরা খুব জোরেশোরে বলতেন, বাংলাদেশ তৃতীয় বিশ্বের মধ্যে একটা মডেল-মডেল অব ডেভেলপমেন্ট। সেই পত্রিকা এখন বলছে, এই মডেল অব ডেভেলপমেন্টের যে ফানুস, যে বেলুন উড়ছিল আকাশে, তা দুর্নীতির কারণে চুপসে গেছে।

তিনি বলেন, এ দেশের কিছু আর অবশিষ্ট নেই। এই রাষ্ট্রকে ওরা ধ্বংস করে ফেলেছে। গত দুদিন আগে সুপ্রিম কোর্টে ঘটনা ঘটিয়েছে তা আপনারা দেখেছেন। তারা রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধবংস করে ফেলেছে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। আজকে আমাদের প্রধান কথা, এই দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে সরাতে হবে, তাদের রেখে এ দেশ টিকবে না।

তিনি বলেন, ওরা শুধু ভোট চুরি করে না… ওরা জনগণের পকেট কেটে বিদেশে টাকা পাচার করছে। বিদ্যুতের দাম বেড়েছে সেটাও তাদের দুর্নীতির জন্য। এভাবে তারা সব কিছু খেয়ে ফেলেছে। ’৮০ দশকের মুনতাসির ফ্যান্টাসি নাটকটির উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে আওয়ামী লীগ ওই জায়গায় গেছে তারা মানচিত্রটাও খেয়ে ফেলতে শুরু করেছে।

মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) ২০১৫ সালে বলেছিল, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। ধারণা করতে পারি প্রতি ৫ বছরে টাকা পাচারের পরিমাণ দ্বিগুণ হলে বর্তমানে প্রতিবছরে টাকা পাচারের গড় পরিমাণ ২ লাখ টাকার বেশি। ২০২২ সালের সেপ্টেম্বরে সরকারের সিআইডির বরাতে গণমাধ্যমে খবর হয়, শুধু হুন্ডিতে গড়ে বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অন্যান্য পাচারসহ সব মিলিয়ে বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে ১৫-১৬ বিলিয়ন ডলার পুঁজি এখন বিদেশে পাচার হচ্ছে।

হজের বিষয়ে মির্জা ফখরুল বলেন, দেখুন আপনারা, হজের ব্যাপারে দুষ্টুমি করা ওদের পুরোনো অভ্যাস। আজকে সাধারণ মানুষ যারা হজে যেতে চান তাদের ৭ লাখ টাকা দিতে হবে। অথচ ভারতে আড়াই লাখ টাকা আর পাকিস্তানে ৪ লাখ টাকা। তাহলে বাংলাদেশে কেন ৭ লাখ টাকা হবে? ওই যে চুরি করেছে। বাংলাদেশ বিমান থেকে চুরি করে একেবারে শেষ করে ফেলেছে। সেই চুরিকে লোপাট করার জন্য তাদের এখন বেশি করে টাকা নিতে হবে।





 

রাজনীতি

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় জাপান : আমীর খসরু

প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত-গোজামিলে ভরা: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সামনে পতন ও পলায়ন দুটি পথ খোলা আছে : মির্জা আব্বাস

আলোচনায় সাকিব, ফেরদৌস, পরশ ও জসিমের নাম

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

সরকারের লাফালাফি কমে গেছে : মির্জা ফখরুল

বিদেশে প্রভু নেই, বন্ধু আছে: কাদের

কারও ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই: কাদের

তত্ত্বাবধায়ক ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না : ড. মোশাররফ

নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ চলছে

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1684052307.jpg




Copyright © 2017-2023   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com

   
StatCOUNTER